রাজনীতি
শ্রীনগর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি শহিদুল সাধারণ সম্পাদক হাফিজঃ একাংশের বিক্ষোভ মিছিল
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ | 423 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা বিএনপির সম্মেলনে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম খান। এর আগে এই দুইজন শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব হিসাবে দায়িত্বে ছিলেন। শনিবার সিরাজদিখান উপজেলার বিএনপির আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহর শেখর নগরের বাড়িতে অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সম্মেলন সিরাজদিখানে অনুষ্ঠিত হওয়ায় বিক্ষোভ মিছিল করেছে শ্রীনগর উপজেলা বিএনপির একাংশ।
শনিবার বিকালে উপজেলার তিনদোকান বাজার এলাকায় শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পন্থী বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।
মিছিলের আয়োজকরা জানান, শ্রীনগর উপজেলা বিএনপির তৃনমূল নির্যাতিত নেতা ও কর্মীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন তালুকদার, মো. মনসুর মাঝি, কফিল বেপারী, শামসুল হক খান, মো. আবু তাহের, মোহাম্মদ আলী, আবুল কাশেম, বাবু মেম্বার, মিজানুর রহমান মোল্লা, মনির আলম খান, মোতালেব মৃধা, হাজী এনায়েত মৃধা, উজ্জ্বল খান, যুবদল নেতা শহিদুল ইসলাম, মো. স্বাধীন, মো. আদিলুর রহমান, বাবু শেখ, মাসুদ শেখ, বাদল বেপারী, নাঈম লস্কর, শহিদুল ইসলাম, আব্দুল হাকিম, মো. সনেট, মো. মঞ্জিল, মো. সুমনসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারীরা বলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সম্মেলন রহস্যজনক কারণে সিরাজদিখান উপজেলায় এক ব্যক্তির বাড়িতে বসে করা হয়েছে। সেখানে যে কমিটি করা হয়েছে তা পকেট কমিটি। আমরা এই কমিটি মানি না। তারা আরো বলেন, মুন্সীগঞ্জ-১ আসন তথা শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ জরুরী হয়ে পরেছে।
মন্তব্য