রাজনীতি
শ্রীনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১২ জুন, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ | 366 বার পড়া হয়েছে
আরিফ হোসেন : শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময় দলটির প্রধান ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের হাতাপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন শ্রীনগর ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীনগর চকবাজার এসে শেষ হয়।
শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে প্রায় ৮ শতাধিক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে স্লোগান দেয়। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
মন্তব্য