রাজনীতি
মুন্সীগঞ্জ ১ আসনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ | 285 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদ ৩৪ হাজার ৩২০ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ।তার প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৮৬০ ভোট। মহিউদ্দিন আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী গোলাম সারোয়ার কবির পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট। এই আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি,চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।তৃণমূল বিএনপির চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬। বাতিল ভোট ছাড়া মোট ভোট গ্রহন হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৬৩ ভোট। যা মোট ভোটের ৩৭ ভাগ।
মহিউদ্দিন আহমেদ শ্রীনগর উপজেলায় পেয়েছেন ৪১ হাজার ৮৫৯ ভোট,সিরাজদিখানে পেয়েছেন ৫৪হাজার ১ ভোট। গোলাম সারোয়ার কবির শ্রীনগর উপজেলায় পেয়েছেন ২৬ হাজার ৮০৪ ভোট,সিরাজদিখানে পেয়েছেন ৩৪ হাজার ৭৩৬ ভোট। মাহী বি,চৌধুরী শ্রীনগরে পেয়েছেন ১২ হাজার ৩৭০ ভোট,সিরাজদিখানে পেয়েছেন ৫ হাজার ৫৬০ ভোট। এই অসানে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে বিজয়ী মহিউদ্দিন আহমেদ সিরাজদিখান উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিনের সাংগঠনিক সম্পাদক।
মন্তব্য