রাজনীতি
গোলাম সারোয়ার কবিরের সমাবেশ হবে কলেজ সংলগ্ন মাঠে
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ | 269 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের নির্বাচনী সভার স্থান পরিবর্তন হয়েছে। শ্রীনগর স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তিত হয়ে শ্রীনগর কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আজ দুপুর ২ টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির জানান, তার নেতা কর্মীদেরকে ইতিমধ্যে স্থান পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। শ্রীনগর উপজেলা সহ মুন্সীগঞ্জ-১ আসনের ট্রাক প্রতিকের নেতা কর্মীরা প্রচারণা শেষ হওয়ার আগের দিন একত্রিত হচ্ছে।
মন্তব্য