রাজনীতি
শ্রীনগরের বাড়ৈখালীতে গোলাম সারোয়ার কবিরের গণসংযোগ ও পথসভা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ | 728 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ‘ট্রাক’ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার সকালে উপজেলার বাড়ৈখালী বাজার এলাকায় ট্রাকের গণসংযোগকালে ভোটার ও শুভাকাংখিদের ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে এক পথসভায় গোলাম সারোয়ার কবীর ভোটারদের কাছে ট্রাক প্রতিকে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন বাড়ৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী সেলিম হোসেন তালুকদার, বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী বাবুলুর রহমান, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য মহাসিন মোল্লা, বাড়ৈখালী ইউনিয়র যুবলীগের সভাপতি কায়সার আহমেদ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেন তপু, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, বাড়ৈখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ তালুকদার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মমেন তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য রাজিবসহ অনেকে।
মন্তব্য