
শিক্ষা
শ্রীনগরে স্কুলের সিলিং ফ্যান খুলে পরে কেজি শ্রেণীর দুই ছাত্রী আহত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ | 138 বার পড়া হয়েছে



নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগরে স্কুলের সিলিং ফ্যান খুলে পরে কেজি শ্রেণীর দুই ছাত্রী আহত হয়েছে। বুধবার সকাল আটটায়র দিকে সিজুয়ে কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলে ক্লাস চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, কেজি শ্রেণীর ক্লাস চলাকালে সিলিং ফ্যানটি হঠাৎ খুলে পরে।এসময় ওই শ্রেণীর ছাত্রী জ্যৌতিময় দে (৬)ও সাহেরা আলম সোহা(৭) আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জিকিৎসক ডাঃ তামান্না বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে জৌতিময় দেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। বিদ্যালয়ের সিসি টিভি ফুটেজে দেখা যায়, কেজি শ্রেণির ক্লাশ চলাকালে সিলিং ফ্যানটি ছিড়ে পরার ঘটনায় শ্রেণিকক্ষে কোমলমতি ছাত্র-ছাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, তাৎক্ষণিক ভাবে আহত দুই শিক্ষার্থীকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাদেরকে ঢাকায় প্রেরন করা হয়। তিনি দাবী করেন আহত শিক্ষার্থীদের অবস্থা আশংকাজনক নয়।




শিক্ষা থেকে আরও পড়ুন



শিক্ষা সর্বাধিক পঠিত

মন্তব্য