রাজনীতি
শ্রীনগর ও সিরাজদিখানে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ | 276 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার বালুর চর ও বিকালে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এবং পাটাভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন।
সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট কামনা করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য