খেলাধুলা
শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে তন্তর ইউনিয়ন চ্যাম্পিয়ন
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ | 525 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ বালক ১৭ ফুটবল টুর্ণামেন্টে তন্তর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে ফাইনালে তারা শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদকে ৬-০ গোলে পরাজিত করে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে পুরস্কার চ্যাম্পিয়ন ও রাণার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সমাপনি অনুষ্টানে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক নেতা মাকসুদ আলম ডাবলু, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক, শ্রীনগর থানার অফিসার ইনাচর্জ মোঃ আমিনুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, তাজুল ইসলাম,হামিদুল্লাহ খান মুন,উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম সহ শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্তব্য