খেলাধুলা
কলকাতা সাকিবকে আর আইপিএলে চায় না
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ | 134 বার পড়া হয়েছে
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই আইপিএলে যেতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। তবে বিসিবির অনড় অবস্থানের কারণে টেস্ট খেলতেই হচ্ছে তাদের। ফলে আইপিএলে শুরু থেকে খেলা হচ্ছে না তাদের। তবে এবার আরও বড় খবর পাওয়া গেলো। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আইপিএলের পুরো মৌসুমেই বাইরে থাকতে হবে সাকিবকে। কারণ, সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সই আর চাইছে না তাকে।
জানা যায়, কলকাতা সাকিবকে অনুরোধ করেছে, নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। মূলত শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও শেষে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আইপিএলে পুরো সময় খেলতে পারবেন না সাকিব। এ কারণেই সাকিবের জায়গায় অন্য কোনো ক্রিকেটার নিতে চায় কলকাতা।
তবে যেহেতু আগে থেকে জেনেশুনে সাকিবকে দলে ভিড়িয়েছে, ফলে আইনত কিছু করার নেই তাদের। তবে সাকিবের সঙ্গে যেহেতু কলকাতার সম্পর্ক অনেকদিনের, তাই তাদের অনুরোধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। জানা যায়, একই প্রস্তাব লিটনকেও দিয়েছিল কলকাতা।
মন্তব্য