
খেলাধুলা
সাকিবদের বিলম্বে আপত্তি নেই কলকাতার
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ | 243 বার পড়া হয়েছে



৩১শে মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ফের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। একই দলে হয়ে আইপিএলে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন দেশের তরুণ ওপেনার লিটন কুমার দাস। তাদের দলের প্রথম ম্যাচ আগামী ১লা এপ্রিল। কিন্তু আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে টট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর ৪ঠা এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা মাঠে আইরিশদের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ষ্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন দেশের খেলা খেলেই আইপিএলে যেতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বিসিবির এমন কঠোর অবস্থানের কারণেই শঙ্কা দেখা দিয়েছে সাকিবদের আইপিএলে পরের আসরে খেলা। কলকাতার একটি দৈনিক আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে, অনাপত্তি নিয়ে বিসিবির ভূমিকাতে ছায়া নির্বাসনে যেতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।




খেলাধুলা থেকে আরও পড়ুন



খেলাধুলা সর্বাধিক পঠিত

মন্তব্য