রকমারি
শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ | 232 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজির হোসেন, গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. রুবেল মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
মন্তব্য