 
                Uncategorized
শ্রীনগরে সাবেক এমপি ও তার স্ত্রীর নামে সহ ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ | 1188 বার পড়া হয়েছে
 
                 
                         
                    আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ -১ আসনের সাবেক এমপি ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ,তার স্ত্রী আভারাণী ঘোষের নামে প্রতিষ্ঠিত ২টি প্রাথমিক বিদ্যালয় সহ ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। অপর বিদ্যালয়টি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়ার নামে প্রতিষ্ঠিত ছিল।
মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে গত ১৮ মে  প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের প্রাণী মন্ডল গ্রামে প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষের নামে সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুকুমার রঞ্জন ঘোষের স্ত্রী আভা রাণী ঘোষের নামে পাটাভোগ ইউনিয়নের জশুর গাও আভা রানী ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জশুরগাও সরকারি প্রাথমিক দিব্যালয়। অপরদিকে সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির নামে প্রতিষ্ঠিত আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সরকারি অর্থে প্রতিষ্ঠা করে ব্যাক্তির নাম রাখায় প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের আদেশ এসেছে।
 
                             
                     
                         
                    Uncategorized থেকে আরও পড়ুন
 
                         
                     
                    Uncategorized সর্বাধিক পঠিত
 
                    
মন্তব্য