ঢাকা, রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

Uncategorized

রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ | 270 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লার সভাপতিত্বে এবং উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন রুমান, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যনন্দ সাহা, প্রেস ক্লাবের সভাপতি মো: এনামুল হোসেন খান, সাংবাদিক ইউনিয় এর সভাপতি রহিম রেজা প্রমুখ,। এ ছাডাও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জাবেদ। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর ও উম্মে আসমা সুখিকে অ্যাম্বাসেডর এবং সৈয়দ হোসাইন আহমেদ কামালকে কো-অর্ডিনেটর করে ত্রিশ সদস্য বিশিষ্ট পিএফজি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

মন্তব্য

Uncategorized থেকে আরও পড়ুন

শিরোনাম:
বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন ফ্রান্সের রাষ্ট্রপতি প্রনীত মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ রাজাপুরে পিএফজি ও ওয়াইপিএজির সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময় সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নারীসহ নিহত ৩ শ্রীনগরে আওয়ামী লীগের ৫৮ নেতা কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযানঃবিপুল পরিমান কসমেটিকস ধ্বংস আশরাফুল হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আকরাম মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব শ্রীনগরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক আর যেন কোনো নিরীহ প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে – মীর সরফত আলী সপু বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক ফ্যাক্টরি থেকে প্রায় ৮ লাখ টাকার কাঁচামাল আত্নসাৎ শ্রীনগরের আসল পিস্তল কিনা তা দেখাতে গিয়ে কাঠ মিস্ত্রিকে মাদক ব্যবসায়ীর গুলি শ্রীনগরে ৫ মাসের যমজ ২ কন্যা সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যাঃ বাবা-মা আটক শ্রীনগরে ৬৫ বছরের প্রতিবেশী চাচার বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ শ্রীনগরে রবিউল নামে এক কিশোরের লাশ উদ্ধার শ্রীনগরে সংগঠক মোঃ জসিম মোল্লার উদ্যোগে শিশুদেরকে ঈদের পোশাক বিতরণ শ্রীনগরে মামলা করতে থানায় এসে দেখেন ডাকাতির সময় ব্যবহৃত গাড়ি,অতঃপর…. শ্রীনগরে মামলার স্বাক্ষী হওয়ায় মারধরের অভিযোগ অড়িয়াল বিলকে আগের রুপে ফিরিয়ে আনতে হবে সমীক্ষা প্রকল্পের কর্মশালায় সবাই একমত শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু শ্রীনগরে সাবেক এমপি ও তার স্ত্রীর নামে সহ ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে ফিরে যাচ্ছে রাস্তাঃরক্ষা পেল চন্দ্রের বাড়ি মাঠ শ্রীনগরে ৪টি অস্থায়ী গরুর হাটের ইজারা মূল্য প্রায় দেড় কোটি টাকা শ্রীনগরে নারীর নগ্ন ভিডিও ধারনের পর ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ঃ২ যুবক গ্রেপ্তার সন্তান প্রসবের জন্য গৃহবধুকে নিয়ে যাচ্ছিল ঢাকাঃবাসের চাপায় একই পরিবারের ৪ জন সহ নিহত ৫ শ্রীনগরে সালিশদারদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়িয়ল বিলে কৃষকদের সাথে দুই উপদেষ্টার মতবিনিময় মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ, সাধারণ সম্পাদক সৈকত