রকমারি
শ্রীনগরে জাতীয় যুব দিবস উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ | 160 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফজরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু তোহা মোহাম্মদ শকিল,দক্ষিন পাইকসা আদর্শ পল্লী উন্নয়ন যুব সমিতির সভাপতি রাশিদুল ইসলাম রোমেল,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান পান্নু, সফল উদ্যোক্তা আরিফ হোসেন,নারী উদ্যোক্তা সানজিদা আক্তার প্রমুখ। সভা শেষে উপজেলার ৩ জন সফল উদ্যোক্তাকে সনদ ও আদর্শ পল্লী উন্নয়ন যুব সমিতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় যুব ঋনের চেক প্রদান করা হয়।
মন্তব্য