
কৃষি
শ্রীনগরে আলুর কোল্ড স্টোরেজে মোবাইল কোর্টের অভিযানঃ ২০ হাজার টাকা জরিমানা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ | 398 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃশ্রীনগরে ১টি আলুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। এসময় কোল্ড স্টোরেজের ম্যানেজার ও এক আলু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কোর্ট উপজেলার আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কোল্ড স্টোরেজের ম্যানেজার শিশির আহম্মেদকে(৩৬) দশ হাজার টাকা ও আলু ব্যবসায়ী সুজন দাসকে (৪২) দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক আঃ ছালাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর,স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি প্রমূখ।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, সরকার নির্ধারিত দামে আলু,ডিম সহ নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।




কৃষি থেকে আরও পড়ুন



কৃষি সর্বাধিক পঠিত

মন্তব্য