ঢাকা, মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লাইফস্টাইল

শ্রীনগরে সরকারের ডিজিটালাইজেশনের সুবিধা পাচ্ছেন ৭৩৭ জন পেনশন ভোগী

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ | 329 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আব্দুল খালেক(৭২)।বয়সের ভারে ন্যুব্জ। প্রায় ১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। চাকুরী শেষে কিছু টাকা রেখে পেনশনের প্রায় সব টাকা তুলে নিয়েছিলেন। সংসারের চাহিদা পুরণে নগদ টাকা কিভাবে শেষ হয়ে গেছে তার হিসাব মিলাতে পারছেন না। সন্তানদের বিয়ে দিয়েছেন। ৫ বছর আগে গত হয়েছেন স্ত্রী। প্রতিমাসে যে পেনশনের টাকা পান তা দিয়েই চলে সংসার। তিনি জানান, এই পেনশনের টাকা তুলতে কি যে ঝামেলা হতো তা বলে বুঝানো যাবে না। প্রতিমাসে প্রথম সপ্তাহে উপজেলার তিন তলায় হিসাব রক্ষন অফিসে পেনশন বই জমা করতে হতো। বয়স্ক মানুষ হিসাবে তিন তলায় উঠা ছিল খুবই কষ্টের বিষয়। তারপর সোনালি ব্যাংকে গিয়ে শুরু হতো অপেক্ষার পালা। কখন উপজেলা হিসাবরক্ষন অফিস থেকে পেনশন বই আসবে, কখন টাকা পাবেন। ব্যাংকে উপজেলার সকল পেনশন ভোগীদের চাপেও সিরিয়ালে টাকা তুলতে কখনো কখনো সন্ধ্যা হয়ে যেত। ব্যাংকের ফ্লোরে দীর্ঘ সময় বসে থেকে যখন মনে হতো তিনিও সরকারী কর্মকর্তা হিসাবে চেয়ারে বসতেন তখন খুবই খারাপ লাগতো।

আব্দুল খালেক বলেন, এখন দিন পাল্টেছে। কোন বই জমা দেওয়ার ঝামেলা নাই, ব্যাংকে গিয়ে বসে থাকার ঝামেলা নাই। মাসের প্রথম সপ্তাহেই মোবাইল ফোনে বাংলাদেশ ব্যংক থেকে মেসেজ আসে আমার একাউন্টে পেনশনের টাকা জমা হচ্ছে। দুই একদিন পর আমার একাউন্ট থেকে মেসেজ আসে টাকা জমা হয়েছে। নতিকে চেক লিখে দিলেই সে টাকা তুলে আনে। এতো সহজে পেনশন পাওয়া যাবে তা কখনো চিন্তাও করিনি।

মোঃ ফারুক হোসেন( ২৬)। তার বাবার রেখে যাওয়া পেনশন এখন তার মা আসমা বেগম(৭৫) পান। মায়ের বয়স হয়েছে। তাই হাটা চলা করতে পারেন না। মা যে অসুস্থ্য এবং জীবিত আছেন এই মর্মে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়ে মায়ের পেনশন আনতে হতো। এখন আর এগুলো করতে হয়না। গুগল প্লে স্টোর থেকে লাইফ ভেরিফিকেশন এপ ইনস্টল করে সুনির্দিষ্ট তথ্য ও মায়ের মুখমন্ডলের লাইভ ছবি দিয়ে ঘরে বসেই ফেরিফিকেশন করে দিলে একাউন্টে পেনশনের টাকা জমা হয়ে যায়।
আব্দুল খালেক ও আসমা বেগমের মতো সরকারের ডিজিটালাইজেশনের এই সুবিধা পাচ্ছেন শ্রীনগর উপজেলার ৭৩৭ জন পেনশন ভোগী নারী ও পুরুষ। তাদের বেশীর ভাগই বয়সের ভারে বার্ধ্যক্যে উপনীত হয়েছেন। কয়েকদিন আগে একটি বেসরকারী ব্যংক থেকে নিজেদের পেনশন তুলতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা বলেন, এই পদ্ধতির আগে উপজেলা হিসাবরক্ষণ অফিস ও ব্যাংকে উপস্থিত হয়ে পেনশনের টাকা সংগ্রহ করা ছিল তাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়। এখন পেনশনের অর্থ যার যার ব্যক্তিগত একাউন্টে জমা হয়ে যায়। সরকারের এমন উদ্যোগের কারণে আমরা সুষ্ঠ ব্যবস্থাপনায় খুবই সহজে পেনশনের অর্থ পাচ্ছি।
শ্রীনগর উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার পেনশন ভোগীদের জন্য আলাদা সিএএফও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট আলাদা শাখা গঠন করা হয়েছে। গত মে মাস পর্যন্ত শ্রীনগর উপজেলার পেনশন ভোগীদের মধ্যে কেন্দ্রীয় ভাবে ৬০৮ ও উপজেলা হিসাবরক্ষন অফিস থেকে ১২৯ জন এই সুবিধা পাচ্ছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, পেনশনভোগীদের দুর্ভোগ লাঘভের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে ব্যবস্থা চালু হয়েছে তা খুবই সময় উপযোগী। শ্রীনগর উপজেলার পেনশনের উপকার ভোগীরা এর সুফল ভোগ করছেন।

মন্তব্য

লাইফস্টাইল থেকে আরও পড়ুন

শিরোনাম:
ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পাশেই বসে ছিলেন বাবা বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন ফ্রান্সের রাষ্ট্রপতি প্রনীত মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ রাজাপুরে পিএফজি ও ওয়াইপিএজির সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময় সভা