লাইফস্টাইল
শ্রীনগরে বিনা নোটিশে বিদ্যুৎ বন্ধ থাকছে টানা ৮ থেকে ১০ ঘন্টাঃ রাতেও যাচ্ছে কয়েক বার
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ | 425 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির তন্তর উপকেন্দ্রের আওতায় প্রায় ২ টি ইউনিয়নে দিনে টানা ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। দিনে বন্ধ রাখার পর রাতের বেলায় বেশ কয়েক বার বিদ্যুৎ বন্ধ করার কারনে আটপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ও বীরতারা ইউনিয়নের গ্রামের বাসিন্দারা ফুসে উঠছেন। দীর্ঘ সময় বিদ্যৎ বন্ধ রাখতে হলে আগে থেকে গ্রাহকদেরকে অবগত করার নিয়ম থাকলেও তন্তর উপকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার এই বিষয় নিয়ে মাথা ব্যাথা নেই। ভুক্তভোগীদের বেশ কয়েকজন জানান, রমজান মাসের শুরু থেকে ২/১ দিন পরপরই এই সমস্যা হচ্ছে। কেন হচ্ছে সেই বিষয়ে আমরা অবগত নই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরগীর ফার্মের মালিক বলেন, রমজানের তীব্র তাপদাহের মধ্যেও কোন রকম নোটিশ ছাড়াই বিদ্যুৎ বন্ধ রেখেছে। গত ১৩ মে ৯ ঘন্টা ও ১৫ মে ৮ ঘন্টা টানা বিদ্যুৎ ছিল না। রাতেও বেশ কয়েকবার লোডশেডিং হয়। বিদ্যুতের এই টালবাহানার কারনে ফার্ম বন্ধ করে দেওয়া ছাড়া কোন উপায় দেখছি না।
আবুল হোসেন নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, বিদ্যুৎ গেলে আসার সময় প্রথমে ৫ সেকেন্টের জন্য লাইন চালু করে আবার বন্ধ করে দেয়। পরে ঠিক ভাবে দেয়। এই ভাবে বিদ্যুতের লাইন চালু হওয়ার কারনে অনেক ইলেকট্রনিক সরঞ্জাম নস্ট হয়ে যাবে। এই সমস্যার বিষয়ে এর আগের অফিসারকে বলায় তিনি জানিয়েছিলেন তাদের মেশিনে সমস্যা আছে। বর্তমান অফিসার এই বিষয়ে কোন কর্ণপাত করেন না।
সাম্প্রতিক সমস্যা নিয়ে কথা বলার জন্য শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির তন্তর উপকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদ্দিনের কাছে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মদন গোপাল সাহা বলেন, আজ লাইনে কাজ করার জন্য ৩ ঘন্টা বিদ্যু বন্ধ থাকবে বলে আমাকে জানিয়েছিল। বিষয়টি আমি দেখবো
মন্তব্য