আরিফ হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী গোলাম সারোয়ার কবীর ‘ট্রাক’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার তিনি উপজেলার সিংপাড়া ষোলঘর ও কেয়টখালীসহ বিভিন্ন স্থানে ভোটাদের কাছে ট্রাক প্রতিকে ভোট চান। স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ‘ট্রাক’ প্রতীকের গণসংযোগে যোগ দেন। সিংপাড়া এলাকায় উপস্থিত ছিলেন জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু,ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন সহ প্রমুখ।