আরিফ হোসেন : শ্রীনগরে ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৫৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কেউটচিরা এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দূরঘটনা ঘটে। নিহত আক্কাস শেখ কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের ছেলে। রেল লাইনের মুন্সীগঞ্জ অংশে এটি প্রথম দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, সকালে আক্কাস শেখ জমি দেখার জন্য ওই এলাকার রেল ক্রসিং থেকে একটু দক্ষিন দিকে রেল লাইন ধরে হাটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসর ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার পাশের খাদে পরে যায়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজ রিগ্যান জানান,খবর পেয়ে ঘটনা পৌঁছানোর আগেই পরিবারের লোকজন তাকে নিয়ে যায়।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রেনে ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু হয়েছে। কি কারণে দূরঘটনা ঘটছে তা জানার চেষ্টা করছি।