
আরিফ হোসেনঃ শ্রীনগরে সুরাইয়া আক্তার (২১) নামে এক গৃহবধু তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে এই ঘটনা ঘটে। সুরাইয়া আক্তার ওই গ্রামের মো. শাহ আলমের কন্যা। সুরাইয়ার ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্র জানায়, গত ৩ বছর আগে কেরাণীগঞ্জের কদমতলীর মোহাম্মদবাদ চৌরাস্তা এলাকার আজাদ গাজীর ছেলে জাহাঙ্গীরের সাথে সুরাইয়ার বিয়ে হয়। জাহাঙ্গীর রোমানিয়া প্রবাসী। পারিবাকি কলহের জের ধরে সুরাইয়া তার বাবার বাড়ি গাদিঘাটে থাকতো। বৃহস্পতিবার সকালে হঠাৎ সুরাইয়া কাউকে কিছু না বলে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।