আরিফ হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ডাকবাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে দলটির অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।