
নিজস্ব প্রতিবেদকঃ আড়িয়ল বিলের প্রতিবেশ,পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষন এবং আড়িয়ল বিলের সার্বিক জীবন মান বজায় রাখতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী ও সহকারী কমিশানর (ভূমি) সাফফাত আরা সাঈদ।
জানা গেছে, মাহামান্য হাই কোর্ট আড়িয়ল বিলের প্রতিবেশ,পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষন এবং আড়িয়ল বিলের সার্বিক জীবন মান বজায় রাখতে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আড়িয়ল বিলের জমির উপরিভাগের মাটি বিক্রি, জমি ভড়াট করে বিলের প্রকৃতি নষ্ট না করার বিষয়ে মহামান্য হাইকোর্ট নির্দেশনা প্রদান করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন,সরজমিনে এসে এর মানচিত্র দেখে সম্যক ধারণা গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অগ্রসর হয়েছেন ।