প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে এ মামলা করেন। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, আইন নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী রাষ্ট্রসহ সবই চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, কিংবা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।
বুধবার ভোরে সাভারের বাসা থেকে শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তোলে নেয়া হয়। তখন অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।