
আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান,আঃ লতিফ মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস নাজির হোসেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হমিদুল্লাহ খান মুন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।