আরিফ হোসেনঃ শ্রীনগরে স্বর্ণালংকারের বন্ধকি ব্যবসার প্রায় কোটি টাকা নিয়ে ১৩ দিন ধরে উধাও ছেলে। ছেলের পাওনাদারদের চাপ ও অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বাবা। রবিবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রাম থেকে বাবা নির্মল দাস(৫৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল দাস উপজেলার বাড়ৈগাও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে তার ছেলে সাগর দাস স্বর্ণালংকার তৈরি ও বন্ধকি ব্যবসা করতো। সম্প্রতি সাগর দাস ওই এলাকার বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রেখে তা শ্রীনগর বাজারের সুদের মহাজনদের কাছে দ্বিগুন টাকায় বন্ধক রেখে তা নিজের কাছে রেখে দেয়। কয়েকদিন আগে স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকরা সাগর দাসের কাছে টাকা ফেরত দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে সাগর গা ঢাকা দেয়। বিষয়টি নিয়ে পাওনাদাররা শনিবার বিকালে সাগর দাসের বাবা নির্মল দাসের উপর চাপ সৃষ্টি করে এবং তাকে অপমান অপদস্ত করে। নির্মল দাস বাড়িতে ফিরে রাতের কোন এক সময়ে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় ইউডি মামলা হয়েছে।