আরিফ হোসেন: শ্রীনগরে হরপাড়ায় একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। মোটরসাইকেল চালক শ্রীনগর সদর ইউনিয়নের পশ্চিম দেউলভোগের তরিকুল ইসলাম (৩০) ও ইজিবাইক চালক জেলার টংগীবাড়ী উপজেলার জনিকে (৩৪) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল চালক তরিকুল ইসলামের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শ্রীনগর ফায়ার সার্ভিসের সামনে ছনবাড়ি গামী একটি মোটরসাইকেল (ঝিনাইদহ হ-১৩ ১৯৬৯) ও বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে উভয় চালক আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত চালকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মাথায় আঘাতপ্রাপ্ত হন।