আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তিার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শ্রীনগরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার বেলা ১১ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, হামিদুল্লাহ খান মুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়।