আরিফ হোসেনঃ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত ২শ পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে দাড়িয়েছে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর। অরাজনৈতিক সামাজিক এই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত এই পরিবারগুলোর সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মিতুল হোসাইন জানান, সমাজের অবহেলিত মানুষের কাছে ঈদের আমেজ আলাদাভাবে দেখা দেয় না, এই মানুষগুলো সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে থাকে। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর পরিবার সব সময় মানুষের বিপদে-আপদে সামর্থের সবটুকু দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে । পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রীনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অসহায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সুবিধাবঞ্চিত মানুষগুলোর ঈদ যেন অন্য সবার মতো কাটে সেই প্রচেষ্টাই করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।