শ্রীনগর পোস্ট প্রতিবেদনঃ শ্রীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ২৪ ঘন্টা মানবতা যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি প্রাথমিক বিদ্যালয়ে ১০০টি দুস্থ পরিবারকে ১ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ও তিন প্যাকেট সেমাই প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বেপারী, বিকল্পধারার নেতা মোঃ ঝিলু, শ্যামসিদ্ধি এলাকার এই সংস্থার,প্রধান পৃষ্ঠপোষক কুয়েত প্রবাসী এস,কে রাকিবের পিতা মোঃ মোস্তফা। উক্ত সংস্থার সভাপতি শহিদুল ইসলাম রুপম, ২৪ ঘন্টা মানবতা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ পলাশ দেওয়ান প্রমূখ।
সংস্থাটি ২০২২ সালের অক্টোবর মাসে তাদের প্রথম কার্যক্রম শুরু করে। তারা প্রতি মাসে নিজেদের অর্থায়নে বিভিন্ন দুস্থ মানুষকে সেবা করে থাকে। এর মধ্যে রয়েছে গরিব পরিবারের বিয়ে ও অসুস্থ মানুষকে ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করে থাকে।