আরিফ হোসেনঃ শ্রীনগরে অবৈধ যানবাহন চলাচলের উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় মোবাইল কোর্ট ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুবকর সিদ্দিক।
রবিবার দুপুরে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের মোড়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় যানবাহন নিয়ন্ত্রন আইন না মানায় ৩টি মামলায় জরিমানা আদায় করা হয়।
মোঃ আবু বকর সিদ্দিক জানান, উপজেলা জুড়ে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।