আরিফ হোসেনঃ সরকারী শিশু পরিবারের শিশুদের শারীরীক ও মানসিক বিকাশের জন্য শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার গত এক বছরে নানা রকম পদক্ষেপ গ্রহন করেছেন। শ্রীনগর উপজেলার বালাশুরে অবস্থিত সরকারি শিশু পরিবারে বর্তমানে ৪৭ জন শিশু(বালক) শিক্ষা গ্রহন করছে। তাদের বেশীর ভাগ পিতা-মাতা হীন। অনেকের মা থাকলেও বাবা নেই।
বৃহস্পতিবার দুপুরে প্রানিসম্পদ দপ্তরের আওতায় মিল্ক ফিডিংয়ের উদ্ভোধনী অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারে গিয়ে আলাপ হয় সেখানকার তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের সাথে। তিনি জানান শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন স্যার শ্রীনগর উপজেলায় এসেছেন এক বছরের কিছু বেশী সময় ধরে। এর মধ্যে তিনি শিশু পরিবারের শিশুদের জন্য নিন্ম লিখিত ব্যবস্থা করেছেন-
*** শিশুদের জন্য প্রতিদিন একটি করে ডিমের ব্যবস্থা করেছেন।
** প্রতিদিন এমবিবিএস চিকিৎসক ও ঔষধের ব্যবস্থা করেছেন।
** প্রতিদিন সকালে মুসলিম শিশুদের কোরআন শিক্ষার জন্য একজন কোরআনে হাফেজ নিয়োগ করেছেন।
** শিশুদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৩টি কম্পিউটার দিয়ে একটি “প্রযুক্তির প্রাঙ্গন” নামে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছেন। যেখানে শিশুরা প্রশিক্ষন নিয়ে ভবিষৎ কর্মজীবনে উন্নতি করতে পারবে।
** গান শেখার জন্য মহিলা বিষয়ক দপ্তরের আওতায় একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
** বয়সে ছোট শিশুদের জন্য নির্মান করেছেন “ হাঁসি খুশি চত্তর”। সেখানে দোলনা,চিলড্রেন স্লাইড,ইস্প্রিং গেম, রঙ্গিন মাছের এ্যাকুরিয়াম সহ নানা রকম খেলনা সামগ্রী।
** শিশুদেরকে কোরবানীর গরু, ইলিশ মাছ ও দুম্বার মাংস প্রদান করা হয়েছে।
** উপজেলা কৃষি অফিসের মাধ্যমে শিশুদের রান্নার কাজে ব্যবহার করার জন্য ৩০টি বস্তায় আদা এবং শাকসবজি চাষের ব্যবস্থা করা হয়েছে। যা শিশু পরিবারে মসলার ও শাকসবজির চাহিদা পূরনে সহায়ক হবে।
** শীতকালীন সময় নিবাসীদের মাঝে কম্বল,মোজাসহ নানা ধরনের পোষাক সামগ্রী বিতরণ করেছেন। যা নিবাসীদের শীত নিবারনে সহায়তা করেছে।
** পবিত্র ইদুল ফিতর ২০২৫ উপলক্ষে প্রতিষ্ঠানের সকল নিবাসীদের মাঝে শার্ট ও প্যান্ট উপহারের ব্যবস্থা করেছেন।
**শিশুদের জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন, ভলিবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন। যা নিবাসীগণ শারীরিক বিকাশে অবদান রাখছে।
** উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, শ্রীনগর, মুন্সীগঞ্জ কর্তৃক ডেইরী উন্নয়ন (এলডিডিপি)” শীর্ষক প্রকল্পের Exhibition/ Demonstration of Safe and Nutritious Dairy Products to School Children এর আওতায় দৈনিক একজন নিবাসী ২০০ এমএল গাভীর দুধ পাচ্ছেন।
** শিশুদের পুষ্টি চাহিদা পূরনের জন্য অত্র প্রতিষ্ঠানে আম, পেয়ারা, নারকেল, আমরা, পেপে, আমলকি, ছবেদা, জলপাই, বড়ই, কাঠাল, জাম্বুরাসহ শতাধিক বৃক্ষ রোপন করেন।
বৃহস্পতিবার শিশু পরিবারেরর শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, উপজেলায় যোগদান করেই তিনি এখানে ছুটে এসেছিলেন। তখন শিশুদের বিকাশে সুযোগ সুবিধার অপ্রতুলতা তাকে নাড়া দেয়। এর পর থেকেই তিনি নানা ভাবে শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করেছেন। মোঃ মহিন উদ্দিন আরো বলেন, তিনি যতদিন এখানে রয়েছেন ততদিন সাধ্যমতো শিশুদের পাশে থাকবেন। সুবিধা বঞ্চিত এতিম এই শিশুদের এক নজর দেখে যাওয়ার জন্য শ্রীনগরের বিত্তবানদের কাছে অহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই শিশুদের মধ্য থেকেই হয়তো কেউ একদিন অনেক বড় হবে। তাদের সবাই সুযোগ পাবে সমাজে মাথা উচু করে দাঁড়ানোর।
