
নিজস্ব প্রতিবেদক: শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার পদ্মা নদীর চরে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে। মা ইলিশ ধরার অপরাধে মোবাইল কোর্টে তাদেরকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেছে।বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘড়া সংলগ্ন ভূমিহীনদের চরে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় উদ্ধারকৃত প্রায় কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৭০ পিছ মাছ এতিম খানায় প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ,নৌ-পুলিশ,উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড এই বিশেষ অভিযানে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, সেনা বাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, বাংলাদেশ কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেলের আদালত আটক ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।
অভিযানে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুজ্জামান (নৌ পুলিশ) ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন।
নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।