
নিজস্ব প্রতিবেদক: শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের করুন মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাটে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. লিখন (২০)। সে ওই গ্রামের রমজান ঢালীর পুত্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
স্থানীয়রা জানান, দুপুরে লিখন নৌকা নিয়ে গোসল করতে বাড়ির পাশের জলাশয়ে যায়। এসময় হাতে থাকা লগিটি মাথার উপরের বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা লিখনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।