
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত১১টার দিকে উপজেলার দক্ষিণ কামারগাঁও ভূইয়াবাড়ি এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী রিগ্যান(৩৮) এর উপরে হামলার ঘটনা ঘটে। এসময় চক্রটি তার কাছ থেকে জোর পূর্বক টাকা পয়সা হাতিয়ে নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রিগান বাংলাদেশ বিটিআরসি অনুমোদিত দুটি কোম্পানির পপ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে কামারগাঁও এলাকায় ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ইন্টারনেট সংযোগ এলাকা বালাশুর থেকে কামারগাঁও পর্যন্ত ।
ইন্টারনেট ব্যবসায়ী রিগ্যান জানান, আলিফ হোসেন (২৮) দীর্ঘদিন ধরে তাকে নিয়মিত চাঁদা প্রদানের জন্য চাপ দিয়ে আসছিল। ব্যবসা চালিয়ে যেতে হলে প্রতিমাসে চাঁদা দিতে হবে, অন্যথায় ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করবে বলে হুমকি দিয়ে আসছিল সে।
২৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই এলাকার আলিফ(২২) সালাউদ্দিন(৩৮) ও আসিফ (২২) সহ আরো ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মিলে রিগানের ইন্টারনেট লাইন কেটে ফেলে। এসময় রিগ্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে তারা রিগ্যানকে মারধর শুরু করে। এসময় তারা রিগ্যানের গলায় থাকা স্বর্নের চেইন,মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। রিগ্যানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রিগ্যানকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই বিষয়ে আলিফ জানান, বিষয়টি এমন নয়। এটি ইন্টারনেট ব্যবসার এলাকা নিয়ে দ্বন্দ্ব। আমিও থানায় অভিযোগ করেছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী রিগ্যান লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।