
আরিফ হোসেনঃ শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হিসাবে ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের রিটার্ণি অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ৩৮ টি। এগুলোর মধ্যে ৩২ টি মনোনয়নপত্র জমা পরে এবং সবগুলো বৈধ বলে ঘোষণা করা হয়।
সভাপতিঃ সভাপতি পদে ১টি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। তাদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেন,মেহেদী হাসান রতন,মাসুদ রানা,মোঃ মহিউদ্দিন তালুকদার,মনির শেখ ও অলী হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেন,আলী হোসেন ও মনির শেখ সহোদর। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেনের বাইরে বাকী দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।
সাধারণ সম্পাদকঃ সাধারণ সম্পাদকের পদ ১টি। প্রার্থী হয়েছেন জয়নাল আবেদীন মৃধা জেমস ও শেখ মুজিবুর রহমান। তাদের দুজনের প্রার্থীতাই বৈধ বলে ঘোষিত হয়েছে।
সহ সভাপতিঃ সহ সভাপতি পদ ২টি। এখানে প্রার্থীও হয়েছেন ২ জন শামসুল ইসলাম ও কমল শেখ। তাদের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
যুগ্ন সম্পাদকঃ যুগ্ন সম্পাদকের পদ ২টি। প্রার্থী হয়েছেন ৪ জন। তারা হলেন মোঃ জহিরুল ইসলাম,জসিম রহমান,মোঃ জুয়েল ও মোঃ শাহিন।
অর্থ সম্পাদকঃ অর্থ সম্পাদকের পদ ১টি। প্রার্থী হয়েছেন জানে আলম টিপু ও মোঃ মনির হোসেন।
দপ্তর সম্পাদকঃ ১টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ বিল্লাল হোসেন।
আইন শৃংখলা বিষয়ক সম্পাদকঃ ১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন আল আমিন মাঝি,শেখ ফরহাদ ও রোকন হাসান।
ক্রীড়া সম্পাদকঃ ১টি পদের জন্য লড়ছেন শাকিল শেখ ও তানভীর হাসান।
প্রচার সম্পাদকঃ এই পদে প্রার্থী হয়েছেন কামরুল হাসান। তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী নেই।
সমাজ কল্যান সম্পাদকঃ মোঃ আঃ জব্বার এই পদে এক মাত্র প্রার্থী। তারও কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
ধর্ম বিষয়ক সম্পাদকঃ এই পদে মুসলিম ও হিন্দু ২টি পদের বিপরীতে প্রাথী হয়েছেন আমীর হোসেন বাবুল ও রাজিব দাস। তাদেরও কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
কার্যকরী সদস্যঃ ৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা হয়েছে ৫টি। সবগুলো বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই পদে প্রার্থী হয়েছেন মোঃ আজিম মিয়া,মোঃ তপন মৃধা,সুমন খান,তরিকুল ইসলাম হিরু ও মোঃ জাকির হোসেন।
প্রায় ২ দশক পর শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ, ২৫ তারিখে আপিল নিষ্পত্তি, ২৭ তারিখে মনোয়নপত্র প্রত্যাহার, ২৮ তারিখে প্রার্থীদের চড়ান্ত তালিকা প্রকাশ, ৩০ তারিখে প্রতীক বরাদ্দ এবং ১৮ অক্টোবর শনিবার সকালে নির্বাচন অনুষ্ঠিত হবে।