
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। পরে চুরি যাওয়া নৌকাটির সন্ধানের জন্য রোমান(৩৫) নামে ওই যুবককে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ২ দিন যাবৎ তার কোন খোঁজ মিলছে না।এই ঘটনায় রোমানের শাশুরি বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শ্রীনগর উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকায় প্রায় দেড় মাস আগে মিজানুরদের একটি কোষা নৌকা চুরি হয়। এই ঘটনায় গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই এলাকার মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান(২৩), দিল(৭০), ইয়ানুছ(৬০),বিল্লাল(৬০) কানাইনগর বালুর মাঠের সামনে রোমান শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তারা নৌকা চুরির অভিযোগ এনে রোমান শেখের হাত গাছের সাথে বেধে ঝুলিয়ে রাখে এবং মারধর করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে রোমান স্বীকার করে নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় রয়েছে। এসময় নির্যাতনকারীরা রোমানকে একটি ট্রলারে তুলে শেখর নগরের দিকে রওনা দেয়। সারারাত রোমানের কোন সন্ধান না হওয়ায় তার পরিবারের লোকজন সকালে খোজ করতে আসলে নির্যাতনকারীরা জানায় রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছে। তাকে খুজে পাওয়া যাচ্ছে না। পরে রোমানের শাশুরি শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
রোমানকে গাছে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও বুধবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে।
শ্রীনগর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, রোমানকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর ও অতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে।