
নিজস্ব প্রতিনিধি- ঝালকাঠির রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৪ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র অ্যাম্বাসেডর ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন জেমস গোল্ডম্যান, ভারপ্রাপ্ত হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমা উইন্ড, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাই কমিশন; কেট ওয়ার্ড, সেকেন্ড সেক্রেটারি, ব্রিটিশ হাই কমিশন; তাসনিম সিদ্দিক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ব্রিটিশ হাই কমিশন; এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাজমুন নাহার নূর লুবনা, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এমআইপিএস প্রকল্প; শশাঙ্ক বরণ রায়, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রজেক্ট; সারমিন সুলতানা লাবন্য, জেন্ডার অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট, এমআইপিএস প্রকল্প; মেহের আফরোজ, বরিশাল রিজিওনাল কো-অর্ডিনেটর; এস এম রাজু জবেদ, এরিয়া কো-অর্ডিনেটর, এমআইপিএস প্রকল্প।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালারুর রহমান খোকন; পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান; উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম; রাজাপুর পিএফজি অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল; ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সহ-সভাপতি মো. আল আমিন রুম্মান; রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাইনুল হক লিপু; পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার; রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী; সাতুরিয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক নাসিমা বেগম; ওয়াইপিএজি’র সহ-সমন্বয়কারী আল আমিন সাজু এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও তরুণ প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর পিএফজি’র কো-অর্ডিনেটর সৈয়দ হোসাইন আহমেদ।
সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংহিসতা প্রতিরোধে পিএফজি ও ওয়াইপিএজি সদস্যদের ভূমিকা, অর্জন, চ্যালেঞ্জ এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।