
আরিফ হোসেনঃ শ্রীনগরে রবিউল মৃধা(১৭)নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিউল ওই ইউনিয়নের ছত্রভোগ তিনহালট এলাকার আঃ কাদেরের পুত্র।
রবিউলের বড় ভাই আজিজুল মৃধা জানান, রবিউলের সাথে প্রতিবেশী ফারুক হোসেনে মেয়ে জাহানাবাদ নলটেক মাদ্রাসার ছাত্রী মিম আক্তারের(১৪) সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাধে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে রবিউল তার নিজের অটোরিক্সায় প্রেমিকা মিম ও বন্ধু শাকিলকে নিয়ে ঘুরে বেড়ায়। দুপুর ১২টার দিকে রবিউল বাড়িতে আসে। পরে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে এসে বাড়ির পাশের সোহাগের দোকানে বসে শাকিলকে নিয়ে রুটি খায়। বিকালে তার পরিবারের লোকজন খোজ করতে এসে জানতে পারে নলটেক এলাকার একটি জমির পাশের ভিটায় রবিউলের লাশ পরে আছে। পরে শ্রীনগর থানা পুলিশ সন্ধ্যার দিকে এসে লাশটি উদ্ধার করে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান,ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।