
স্টাফ রিপোর্টারঃ শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ২০২৫-২০২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তাহের। বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সমিতির সভায় তাদেরকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় আনোয়ার হোসেন সিনিয়র সহ সভাপতি,আকাশ খান কোষাধ্যক্ষ ও জাকির হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
শ্রীনগর উপজেলা সাব রেজিস্ট্রার আবুল বসার বলেন,দলিল লেখক সমিতির সভায় ২০২৫-২০২৭ সালের জন্য সমিতির কমিটি গঠন করা হয়েছে। সমিতির সদস্যবৃন্দ সর্ব সম্মতিক্রমে এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ জনকে নির্বাচিত করেছেন।