
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের নেপথ্যে আরেক আওয়ামী লীগ নেতার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এনিয়ে ওই এলাকার আওয়ামী লীগে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সামাদ মেম্বারকে পুলিশ গত ১৭ অক্টোবর রাতে গ্রেপ্তার করে। পরদিন শ্রীনগর থানা পুলিশ জানায়, আটক করে থানায় আনার পরপরই সে শারীরীক ভাবে অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের জিম্বায় দিয়ে দেওয়া হয়। তাছাড়া তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। বিষয়টি নিয়ে ওই সময় উপজেলা জুরে বেশ আলোচনা হয়। কিন্তু কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ্যকুল ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মুক্তারের প্রায় ৩ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে জামাল নামে একজনের সাথে বাবু মুক্তারকে বলতে শুনা যায়,বিএনপির এক রাজনৈতিক নেতার চাপে ও তার বিরুদ্ধে মামলা না থাকায় সামাদ মেম্বারকে আটকে রাখা যায়নি। কথোপকথনের এক পর্যায়ে বাবু মুক্তারকে বলতে শুনা যায় যাদের সাথে কন্টাক্ট ছিল তারা বেইমানি করেছে।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আঃ সামাদ বলেন, তিনি এক সময় আওয়ামী লীগের রাজনীতি করলেও শারীরীক অসুস্থ্যতার জন্য অনেক আগে থেকেই রাজনীতি ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন কল রেকর্ড ফাঁস না হলে বিশ^াসই হতো না বাবু মুক্তার এই কাজ করেছে। বাবু মুক্তার এলাকায় চিহ্নিত টাউট হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে নানা রকম জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।
এব্যাপারে কথা বলার জন্য বাবু মুক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।