আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেছেন এম মাহবুব উল্লাহ কিসমত। ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম তাকে সহ শ্রীনগর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। সোমবার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
গত ২৯ মে শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে এম মাহবুব উল্লাহ কিসমত, ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার সুমি জয়লাভ করেন।
শপথ গ্রহন শেষে এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগর উপজেলা চেয়ারম্যান হিসাবে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য উপজেলা বাসীর কাছে দোয়া কামনা করেন।