আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে তার নিজ গ্রামের লোকজন এই কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঈদ উল আযহার দিন মসজিদে জাকির হোসেন ও একই গ্রামের সন্তান দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাকির হোসেনের মদদে সিংপাড়া বাজারে আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আমিনুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়। এই ঘটনায় তিনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আরো বলেন, জাকির হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই পেশী শক্তি ব্যবহার করে একের পর এক জুলাম অত্যাচার করে আসছে। গ্রামে পান থেকে চুন খষলেই তার খড়গ নেমে আসে। নিজের প্রভাব বজায় রাখতে অনেক সময় তিনি বহিরাগত ও প্রশাসনের লোকজনকেও ব্যবহার করে থাকেন। তার এই কর্মকান্ড থেকে রক্ষা পাওয়ার জন্য মানববন্ধনে অংশ গ্রহনকারীরা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে স্লোগান দেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান মোল্লা, হাজী মীর রতন,শামসুল শেখ,আনোয়ার হোসেন,মামুন সাকিদার সহ হাঁসাড়গাও গ্রামের প্রায় দেড় শতাধিক নারী পুরুষ।