নিজস্ব প্রতিবেদকঃ ১৬ মে ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বটিয়াঘাটা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সকাল ১১টায় বটিয়াঘাটা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পিএফজি সদস্য মনোরঞ্জন মন্ডল এর সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর প্রহ্লাদ জোদ্দার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিনয় সরকার, পিএফজি এম্বাসেডর বুলু রায় গাঙ্গুলী, পিএফজি এম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, পিএফজি এম্বাসেডর প্রফেসর মনোরঞ্জন মন্ডল, পিএফজি এম্বাসেডর অশোক কুমার সরকার, অনুপম বিশ্বাস, ইমরান হোসেন সুমন, পরিতোষ রায়, আশালতা ঢালি, কানন মল্লিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে । এছাড়া রাজনৈতি, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে বটিয়াঘাটার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।