
আরিফ হোসেনঃ শ্রীনগরে ৫৩ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেছে র্যাব। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় র্যাব ১০ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ৯টি ড্রাম সহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। সেখান থেকে পলিথিনে মোড়ানো ৫৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। গাঁজার চালানের সাথে সম্পৃক্ত কুমিল্লার ব্রাক্ষ্মন পাড়া থানার গংগানগর গ্রামের ইউনুস মিয়ার পুত্র রাকিব (৩৩),একই এলাকার আঃকুদ্দুস মিয়ার পুত্র আঃ করিম(৩১) ও মুরাদ নগর থানার রফিক মিয়ার ছেলে শফিক(২৫)কে আটক করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পনের লক্ষ নব্বই হাজার টাকা।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে।