
আরিফ হোসেনঃ শ্রীনগরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ জনকে আটক করেছে র্যাব। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর কামারগাও এলাকায় র্যাব ১০ এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্প সূত্র জানায়, আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উপজেলার পূর্ব কাঠাল বাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরমান হোসেন কৌশিক,ভাগ্যকুলের গোলাম সারেংয়ের ছেলে আরমান সারেং, উত্তর কামারগাওয়ের ইস্রাফিল মোড়লের ছেলে নাঈম মোড়ল, শেখ সাবেদ আলীর ছেলে আব্দুস সাত্তার,ফরহাদ হোসেনের ছেলে মোঃ রবিন,উত্তর বালাশুরের আবুল হোসেনের ছেলে রবিন হোসেন।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ২টি চাকু, ২টি হেয়ার কাটার,২টি সুইচ গিয়ার,৬ টি মোবাইল ফোন ও প্রায় আঠারোশ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।