আরিফ হোসেনঃ “ ঐতিহ্য ও শিকড়ের টানে অটুট থাকুক বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা মুন্সীগঞ্জের ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদানে প্রস্তুত বিশ্ববিদ্যালয়টির মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ। আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্বিবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সীগঞ্জের ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের সাধারণ সম্পাদক মাহসিন ইসলাম জানান,মুন্সীগঞ্জ থেকে এখানে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা রাজশাহী বিশ^বিদ্যালয়ে থাকা খাওয়া সহ যে কোন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অমরা পরীক্ষা সংক্রান্ত সকল ধরণের সহযোগীতা করবো। তিনি আরো জানান,সংগঠনটি প্রতিষ্ঠাকাল সময় থেকে এমন সহযোগীতা দিয়ে আসছে। এবছরও এর ব্যতিক্রম হবে না। এজন্য ইতিমধ্যে ব্যানার করে সদস্যদের নাম ও ফোন নাম্বার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।