
আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বার সহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১ টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী নড়াই এক্সপ্রেসওয়ের একটি বাসে(ঢাকা মেট্টো ব ১৪-৭৩১৫) তল্লাশি চালানো হয়। পুলিশ মোঃ মোস্তফা(৩৫) ও নাজিম মন্ডল (৩৪) নামে ২ জনকে আটক করে। এসময় তাদের দেহে তল্লাশী চালিয়ে এককে জনের কাছ থেকে ২টি করে স্বর্ণের বারের ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেটে ২০টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
আটককৃত মোস্তফা যশোর বেনাপোলের আব্দুল মান্নানের ছেলে ও নাজিম মন্ডল যশোরের নিমটা এলাকার হামিদ মন্ডলের ছেলে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ আরো জানান,এই বিষয়ে সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য।